সন্তান বিক্রি করে আইফোন ক্রয়!

সন্তান বিক্রি করে আইফোন ক্রয়!
প্রতিকী ছবি

নিতান্তই অসহায়ত্বের কারণে অনেক সময় আদরের সন্তকে বিক্রি করতে বাধ্য হন অনেক বাবা-মা। তবে এবার সবকিছুই ছাপিয়ে প্রকাশ্যে এসেছে নতুন এক খবর।

ভারতের পশ্চিমবঙ্গে আইফোন কেনার জন্য এক দম্পতি আট মাস বয়সী তাদের ছেলে সন্তানকে বিক্রি করেছেন বলে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

পুলিশ বলছে, ফোনে ভিডিও করে তা ইনস্টাগ্রামের রিল হিসেবে প্রকাশ করার জন্যই নাকি এই দম্পতি সন্তান বিক্রি করে দামি এ ফোন কিনেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চব্বিশ পরগণার বাসিন্দা জয়দেব ঘোষ ও সাথীর সাত বছর বয়সী একটি মেয়ে ও আট মাসের একটি ছেলে। তবে ফোন কিনতে তারা ছেলেকে বিক্রি করে দিয়েছেন।

যাদের কাছে শিশুটিকে বিক্রি করা হয়েছিল, তাদের বাড়ি একই জেলার খড়দহে। পুলিশ আট মাসের ওই শিশুটিকে কিনে নেয়া প্রিয়াঙ্কা ঘোষের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে সাথীকেও। তবে তার স্বামী পলাতক। তাকে ধরতেও অভিযান চলছে।

জিজ্ঞাসাবাদে বিক্রি হওয়া শিশুটির মা অপরাধ স্বীকার করে পুলিশের এক কর্মকর্তাকে জনিয়েছেন, তিনি এবং তার স্বামী রাজ্যজুড়ে ভ্রমণ করে তার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতে চেয়েছিলেন। এ কারণেই তারা সন্তান বিক্রি করেন।

লালমোহননিউজ/ -এইচপি