কর্মীর মোবাইল হারিয়ে গেলে নতুন ফোন কিনে দিলেন জামায়াত নেতা

কর্মীর মোবাইল হারিয়ে গেলে নতুন ফোন কিনে দিলেন জামায়াত নেতা

লালমোহন নিউজ।।

লালমোহনের রমাগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াত নেতা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে অংশগ্রহণ করতে যাওয়ার পথে এক কর্মীর মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় বিষয়টি জানার পরপরই ওই কর্মীকে নতুন মোবাইল কিনে দিয়েছেন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ মামুনুর রশিদ। 

জানা যায়, ওই কর্মী ভাই জাতীয় সমাবেশে অংশ নিতে রওনা দিয়ে পথিমধ্যে নিজের মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। মোবাইলটি কর্মীর যোগাযোগ এবং পারিবারিক প্রয়োজনে গুরুত্বপূর্ণ ছিল। বিষয়টি রমাগঞ্জ জামায়াতের সভাপতির নজরে আনলে তিনি দেরি না করে নিজ উদ্যোগে একটি নতুন ফোন কিনে দেন।

এ ঘটনায় স্থানীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা দেখা গেছে। একাধিক কর্মী জানান, "জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয়, এটা এক নিবেদিতপ্রাণ পরিবার। এখানে নেতৃত্ব শুধু নির্দেশ দেয় না, দায়িত্বও গ্রহণ করে।"

মাওলানা মোঃ মামুনুর রশিদ বলেন, "আমাদের সংগঠনের প্রাণ হচ্ছে কর্মী। তাদের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম অগ্রাধিকার। এক কর্মী বিপদে পড়লে আমরা সবাই তার পাশে থাকব, এটাই জামায়াতের ঐতিহ্য।"
এই ঘটনা শুধু একটি মোবাইল ফেরত দেওয়ার নয়—বরং একটি সংগঠনের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং নেতৃত্বের মানবিক চেতনার প্রতিচ্ছবি। রাজনৈতিক অঙ্গনে যেখানে সৌজন্যবোধ ও সহানুভূতির অভাব ক্রমশ প্রকট হচ্ছে, সেখানে জামায়াতের এ ধরনের উদার আচরণ জনগণের মধ্যে আস্থা ও ভালোবাসা সৃষ্টি করছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে।