সড়কে ৫ বছরে প্রাণহানি সাড়ে ৩৯ হাজার

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গত ৫ বছরে দেশের সড়ক ও মহাসড়কে ২৮ হাজার ২৯৯ সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫৮ হাজার ৭৯১ জন। যার মধ্যে ৩ হাজার ৯৪১ জন শিক্ষার্থী হতাহত হয়েছে। শুক্রবার নিরাপদ সড়কের দাবীতে তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের ৫ বছর পূতি উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নিরাপদ সড়ক আন্দোলনকারিদের সকল দাবি সরকার মেনে নিলেও বিগত ৫ বছরে এর কোনটিই বাস্তবায়ন হয়নি। ফলে সড়কে প্রতিদিন অসংখ্য তাজা প্রাণ ঝরছে। জানজটে আটকে পড়ে মানুষের হাজারো কর্মঘন্টা নষ্ট হচ্ছে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়লেও সরকার নানান মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপাত্ত দিয়ে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমছে বলে জাহির করে জনগনের সাথে তামাশা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, সড়কে বিশৃংখলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বেপরোয়াভাবে বেড়েছে। সঠিক নেতৃত্ব ও গবেষণার অভাবে সরকার সড়ক নিরাপত্তা ও সড়কের শৃংখলা প্রতিষ্ঠায় বার বার ব্যর্থ হচ্ছে দাবী করে অনতিবিলম্বে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে দায়েরকৃত সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
লালমোহননিউজ/ -এইচপি