কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে গাইনী বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন 

কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে গাইনী বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন 

লালমোহন নিউজ || কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন ৫নং কলাতলী ইউনিয়নের ১৫৪ জন রোগী বিনামুল্যে গাইনী ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য সেবা পেয়েছেন। দিন ব্যাপি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে এ সেবা প্রদান করেন প্রসুতি ও  বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ সার্জন ডাঃ ফাতেমা বেগম ও ডা: খালিদ হাসান তানিম। 

সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৫ টা পর্যন্ত  একটানা সেবা প্রদান করা হয়। এসময় শিক্ষক, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য কর্মকর্তা আবদুল সালাম ও কর্মসূচি সমন্বয়কারী  মোঃ ফজলুল হক সহ যারা এ কার্যক্রমে প্রতক্ষ্য ও পরোক্ষ্য ভাবে সহায়তা করেছেন সকলকে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।