বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহন নিউজ ।।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লালমোহনের কালমা ইউনিয়নে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোতাহার হোসেন মাস্টারের সভাপতিত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি সালেহা বেগম। 
ইউনিয়নের ফরাজী বাজারে অনুষ্ঠিত সভায় এসময় আরো বক্তব্য রাখেন কালমা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান মুরাদ, লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ ছাত্রদলের আহবায়ক জোবায়ের বকসী প্রমূখ। সভায় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
সভাপতির বক্তব্যে কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোতাহার হোসেন মাস্টার বলেন, ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কিন্তু ২৫ মার্চ কালো রাতে গণহত্যার পরে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। যার বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি আরো বলেন, জিয়াউর রহমানই সত্যিকারের দেশ প্রেমিক ছিলেন। তার প্রতিষ্ঠিত দল বিএনপি গণমানুষের দল।