লালমোহনে চার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
লালমোহন নিউজ ।।
লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ইউনিয়নের ৪জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করে বিদায় জানানো হয়েছে। শনিবার সকালে উপজেলার গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। পশ্চিম চরউমেদ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. মহিবুল্যাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল জলিল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা তছলিম উদ্দিন শামিম, পশ্চিম চরউমেদ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি ফরহাদ হোসেন আওলাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফারুকসহ সদ্য অবসর নেওয়া প্রধান শিক্ষক মোঃ আলমগীর, মো. নুর সোলাইমান, মো. জুলফিকার নিরব, বিবি মরিয়ম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, বিগত ১৫ বছর শিক্ষকদের রাজনৈতিকভাবে ব্যবহার করে অনেক হয়রানী করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের নামে বরাদ্বকৃত টাকা লুটপাট করা হয়েছে। এখন আর শিক্ষকদের রাজনীতিতে জড়াতে হবে না। তারা নিয়মিত বিদ্যালয়ে থাকবে। কোন দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। এই আসনের বিএনপির অভিভাবক সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ কোন অন্যায়, দুর্নীতি পছন্দ করেন না।
অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।