IBWF ভোলা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
লালমোহন নিউজ।।
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেস ম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) ভোলা জেলা শাখার উদ্যোগে আজ ২৫ জুলাই শুক্রবার দিনব্যাপী এক বিশেষ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর ওয়েস্টার্ন পাড়া নিজস্ব ভবনের সম্মেলনস্থলে এই বৈঠকে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন IBWF ভোলা জেলা শাখার প্রধান উপদেষ্টা মাষ্টার জাকির হোসেন।
তিনি বলেন, "শিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করা আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য। যুব সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন IBWF বরিশাল অঞ্চলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন হাওলাদার। তিনি তার বক্তব্যে বলেন, "IBWF আজ দেশের বিভিন্ন অঞ্চলে যে শিক্ষা, সেবা ও ব্যবসা সচেতনতা তৈরি করেছে, তা একটি বিপ্লবের সূচনা। জেলা শাখাগুলোর ঐক্যবদ্ধ প্রয়াসেই আমরা জাতীয় পর্যায়ে আরও কার্যকরী ভূমিকা রাখতে পারব।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো: হারুন অর রশিদ, উপদেষ্টা IBWF ভোলা জেলা শাখা। তিনি বলেন, "আমরা শুধু একটি সংগঠন নই; আমরা একটি আদর্শ, যেখানে ইবাদত, ব্যবসা ও সমাজসেবার সমন্বয় রয়েছে। এই বৈঠকের মাধ্যমে আমরা আমাদের আগামী কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত হচ্ছি।"
সভায় সভাপতিত্ব করেন IBWF ভোলা জেলা শাখার সভাপতি এ এইচ এম অলি উল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, "ভোলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত সংগঠনকে কার্যকর করে তুলতে হবে। তরুণদের ইসলামিক ব্যবসার ধারণা, জাকাতভিত্তিক কল্যাণ কর্মসূচি ও নেতৃত্ব বিকাশে আমরা জেলাজুড়ে কাজ করব।"
সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। দিনব্যাপী অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।