বোরহানউদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: লালমোহন নিউজ

জে.এম.মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ডোবার পানিতে ডুবে মোঃ হুজাইফা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খান বাড়ীতে এঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মামুন খানের ছেলে।

নিহতের দাদা সাফিজল খান জানান, ওই দিন সকালে সে ঘুম থেকে উঠে বাবা মায়ের সাথে খেলছিল। এক পর্যায়ে চোখের আড়ালে ঘরের পাশে থাকা ডোবায় পরে ডুবে যায়। অনেক খোজাখুজির পর পরিবারের সদস্যরা তাকে ডোবায় ভেসে থাকতে দেখে। পরে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লালমোহননিউজ/ -এইচপি