চরফ্যাশনে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

চরফ্যাশনে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ
শশীভূষণ থানা, ফাইল ছবি।

হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় এক সন্তানের জননী গৃহবধূ মোসা. মাকসুদা বেগমকে শ্বাসরোধে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চার ফকিরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরআইচা এলাকার বাসিন্দা মাওলানা আব্দুল মাজেদের মেয়ে মাকসুদার সঙ্গে হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা এলাকার দিনমজুর ইউসুফ আলীর বিয়ে হয়। মাকসুদা-ইউসুফ দম্পতির ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

ওই গৃহবধূর বাবা মাওলানা আব্দুল মাজেদ অভিযোগ করে বলেন, মাকসুদা ও তার স্বামী ইউসুফ আমার বাড়িতে এক সপ্তাহ বেড়ানোর পর মঙ্গলবার সকালে নগদ ৫ হাজার টাকা ও ৫ বস্তা চালসহ তাদের বাড়ি যায়। রাতে খবর পাই আমার মেয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তাই আমাদের ধারণা; মঙ্গলবার রাতে পরিবারের সকলে মিলে আমার মেয়ে মাকসুদাকে গলাটিপে শ্বাসরোধে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রেখেছে। কারণ মাকসুদার স্বামী ইউসুফ ও তার পরিবারের লোকজন আমার মেয়েকে বিভিন্ন সময় মারধর করতো। 

এদিকে, ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ইউসুফসহ পরিবারের সকলে আত্মগোপনে রয়েছেন। 

এ বিষয়ে শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা হত্যার অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

লালমোহননিউজ/ -এইচপি