লালমোহনে জামায়াতে ইসলামীর সহযোগি সমাবেশ অনুষ্ঠিত

লালমোহনে জামায়াতে ইসলামীর সহযোগি সমাবেশ অনুষ্ঠিত
লালমোহনের বদরপুর ইউনিয়নে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর সহযোগি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আমির হোসেন। ছবি: লালমোহন নিউজ

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে হাজিরহাট বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বদরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আমির হোসেন।

এ সময় তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ইসলামী আদর্শ বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রতিটি ঘরে ঘরে পরিপূর্ণভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। যার জন্য প্রত্যেক কর্মীকে যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বদরপুর ইউনিয়ন টিমের সদস্য মাওলানা মো. জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলার আমির মাওলানা মো. আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক, উপজেলার সভাপতি হাসনাইন আল-মুসাসহ দলটির বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের সহযোগি ও কর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি