চরফ্যাশনের দক্ষিণ আইচায় মসজিদ প্রাঙ্গণে ময়লা-আবর্জনার স্তূপ!
হাসান লিটন, প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারের ময়লা-আবর্জনা ফেলার জন্য নেই নির্দিষ্ট কোনো স্থান। যার জন্য বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বায়তুত তাক্কওয়া জামে মসজিদের সামনে বাজারের বিভিন্ন দোকানের ময়লা আবর্জনা ফেলে ময়লার ভাগাড়ে পরিণত করা হয়েছে। এই ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন মসজিদের মুসল্লীসহ স্থানীয়রা। তবে এমন পরিস্থিতিতেও এসব ময়লা-অবর্জনা অপসারণের প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে না বাজার ব্যবসায়ী সমিতি।
সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ আইচা বাজারের বায়তুত তাক্কওয়া জামে মসজিদের দেয়াল ঘেঁষে ময়লা-আবর্জনার স্তূপ করে রাখা হয়েছে। ওইসব ময়লা-অবর্জনা দীর্ঘদিন পর্যন্ত না সরানোয় এখন সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। যার ফলে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মশা-মাছির উপদ্রব। এতে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মসজিদের পাশে রয়েছে চরআইচা মাধ্যমিক বিদ্যালয়, ক্যাডেট স্কুল ও মাদরাসা এবং কলেজসহ বিভিন্ন অফিস। এই পথ দিয়ে যাতায়াত করে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও পথচারীরা। বর্তমানে এই ময়লা-আবর্জনার দুর্গন্ধে তারা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন।
স্থানীয়রা জানান, দক্ষিণ আইচা বাজারের বাসস্ট্যান্ড এলাকার জামে মসজিদের সামনে ময়লার ভাগাড় করা হয়েছে। এই ভাগাড়ের দুর্গন্ধ ভেসে আসে, যা স্বাস্থ্য ও পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার বলার পরও এখানে ময়লা ফেলানো বন্ধ হচ্ছে না।
ওই মসজিদের কয়েকজন মুসল্লী জানান, মসজিদে প্রতি ওয়াক্ত নামাজ পড়তে আসার সময় ময়লা আবর্জনার দুর্গন্ধের কারণে মুসল্লীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ব্যসবায়ীদের নিষেধ করা হলেও তারা দোকানপাটের ময়লা এখানেই ফেলছেন। তবে কেউ মসজিদ প্রাঙ্গণ থেকে ময়লা-আবর্জনা সরানোর উদ্যোগ নিচ্ছেন না।
দক্ষিণ আইচা বাজারের হোটেল ব্যবসায়ী আদু মিয়া বলেন, বাজারে ময়লা ফেলার ডাস্টবিন নেই। যার কারণে যেখানে-সেখানে বাধ্য হয়ে আবর্জনা ফেলেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অসচেতনার কারণে মসজিদ প্রাঙ্গণ এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। বর্তমানে ওই স্থান দিয়ে চলাচল করতে গেলে দুর্গন্ধে দম আটকানোর অবস্থা হয়ে যায়। আমরা মসজিদ প্রাঙ্গণ থেকে দ্রুত সময়ের মধ্যে এসব ময়লা অপসারণের দাবি করছি।
দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রিয়াজ উদ্দিন জানান, দক্ষিণ আইচা বাসস্ট্যান্ড বায়তুত তাক্কওয়া জামে মসজিদের প্রাঙ্গণে আবর্জনার স্তূপ গড়ে তোলা হয়েছে। বাজারের ব্যবসায়ী সমিতি আছে, অথচ তারা বাজারের পরিবেশ সুন্দর রাখতে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও চরম উদাসীন তারা। এছাড়া মসজিদ প্রাঙ্গণে ময়লা ফেলানো জঘন্যতম কাজ। তাই সেখান থেকে দ্রুত ময়লাগুলো অপসারণের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মো. মোস্তাফিজ মেম্বার বলেন, দক্ষিণ আইচা বাজারের বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণে ফেলা ময়লা-আবর্জনা অপসারণের জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে। জায়গা নির্ধারণের করতে না পারায় সেখান থেকে ময়লা-অবর্জনা সরাতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে কিছুদিনের ভেতরই ওইস্থান থেকে ময়লাগুলো সরিয়ে নেয়া হবে।
লালমোহননিউজ/ -এইচপি