বোরহানউদ্দিনে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেফতার ৬

বোরহানউদ্দিনে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেফতার ৬
আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে এসপি। ছবি: লালমোহন নিউজ

জেএম.মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন পুলিশের  দুই জন অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) । বর্তমানে তাঁরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার সকালে আহতদের দেখতে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন পুলিশ সুপার  মোহাম্মদ শরীফুল হক। 

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের আলিমুদ্দিন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নসু মিয়ার ছেলে রুবেলকে (৪০) ধরতে উপজেলার বাটামারা ইউনিয়নের তার বাড়িতে অভিযান চালায় এএসআই আলমাস ও নুরুল ইসলাম।

এ সময় আসামির স্বজনেরা তাদের ওপর অতর্কিত হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। একই সঙ্গে ওই দুই পুলিশ সদস্যকে এলোপাতারি মারধর ও ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের অপর একটি টিম তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ওয়ারেন্টভুক্ত আসামির নাম মো. রুবেল। তিনি বাটামারা গ্রামের মো. নসু মিয়ার ছেলে।

এদিকে, এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের আসামি করে পুলিশ একটি মামলা দায়ের করেছে । সোমবার রাতে পুলিশের বেশ কয়েকটি টিম আসামিদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন। সোমবার ভোররাত পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন খোকন, লোকমান, বাবুল, তানিয়া, বিবি কুলসুম ও মোঃ আলম। তবে স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার আতঙ্কে প্রায় এলাকা জনশূন্য৷

বোরহানউদ্দিন থানার ওসি মো. ছিদ্দিকুর রহমান আরো জানান, সৃষ্ট ঘটনায় মামলা হয়েছে। ৬ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, এএসআইগন  ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে ২০ থেকে ২২ জন নারী পুরুষ মিলে তাদের উপর অর্তকিত হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৬ জনকে  গ্রেফতার করা হয়েছে । তদন্ত চলমান রয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি