তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত তিন শিশু

তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত তিন শিশু
তজুমদ্দিনে মেঘনা নদীতে বজ্রপাতে নিহত জেলেকে উদ্ধার করে নৌকা থেকে তোলা হচ্ছে।

শরীফ আল-আমিন, তজুমদ্দিন থেকে।। ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয় একই নৌকায় থাকা আরো তিন শিশু। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চৌমুহনীঘাট সংলগ্ন মেঘনায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জেলের নাম মো. আবু তাহের মাঝি। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি ২নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মৃত নুর মোহাম্মদ। আহত শিশুরা হলেন- একই এলাকার সুমনের ছেলে মো. সিফাত (১৫), মো. রিফাত (১২) এবং স্বপনের ছেলে মো. মারুফ (১১)।

প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, তাহের মাঝি নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এসময় তার সাথে একই এলাকার ওই তিন শিশুও যায়। ভোররাতে মাছ ধরার সময় তাদের নৌকার উপর বজ্রপাত হলে তাহের মাঝি অজ্ঞান হয়ে যায়। এসময় আশে পাশে থাকা অন্যান্য মাছ ধরা নৌকার জেলেরা এসে তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। অপর তিন শিশুকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছে। 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাহাত হোসেন বলেন, অনুমান ৫৫ বয়সী আবু তাহের নামে বজ্রপাতে আক্রান্ত এক জেলেকে ভোররাতে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।