লালমোহনে মৎস্যজীবী-নৌযান মালিকদের নিয়ে সচেতনতা এবং উদ্বুদ্ধকরণ সভা
ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতামূলক সভা এবং আর্টিসানাল মৎস্য নৌযানের অনুমতিপত্র প্রদান করতে নৌযান মালিকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) যৌথ উদ্যোগে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বুড়িরধোন মৎস্য ঘাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের বরিশাল বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক এসএম আজহারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, এসডিএফ ভোলার আঞ্চলিক সমন্বয়কারী রওনক ফেরদৌস, আঞ্চলিক কো-ম্যানেজমেন্ট এক্সপার্ট মো. আলম হোসেন, এসডিএফএর ক্লাস্টার কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী জাকির হোসেন শরিফ, মো. নূরনবী এবং মো. আনোয়ার হোসেনসহ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি