দূর্বৃত্তের হামলার শিকার লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান 

দূর্বৃত্তের হামলার শিকার লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান 

লালমোহন নিউজ || ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর লর্ডহার্ডিঞ্জ বাজারে হামলার শিকার হন তিনি। হামলার পরপরই স্থানীয় জনগণের সহযোগিতায় তিনি নিরাপদ আশ্রয়ে চলে যেতে সক্ষম হন। 
স্থানীয় সূত্রে জানা যায়,  রবিবার সন্ধ্যায় বাজারের একটি ফার্মেসিতে বসা ছিলেন কাশেম চেয়ারম্যান। এসময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় তার উপর। সেখান থেকে উপস্থিত জনতার প্রতিরোধে দূর্বৃত্তদের হাত থেকে নিরাপদে চলে যান তিনি। তবে চেয়ারম্যানের সাথে থাকা লর্ডহার্ডিঞ্জ বাজার কমিটির সভাপতি নজির মেম্বার ও মুসা নামের আরেক ব্যক্তিকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। 
চেয়ারম্যান আবুল কাশেম স্থানীয় বিএনপি নেতাকে হামলার জন্য দায়ী করেন। তবে এ বিষয়ে বিএনপির ইউনিয়ন  সভাপতি পদপ্রত্যাশী মো. ইব্রাহীম মিয়ার সাথে আলাপ করলে তিনি বলেন, "এই হামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বরং তার প্রতিবেশী ফরিদকে আওয়ামী লীগের আমলে মামলা দিয়ে হয়রানি করায় সে এই হামলা করেছে বলে আমরা শুনেছি।"

উল্লেখ্য যে গত ৫ আগষ্টের পর তিনি এলাকায় অবস্থান করে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এবছরের প্রথম দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চেয়ারম্যান থেকে বাদ দিয়ে  প্রশাসক নিয়োগ দেন। কিন্তু পরবর্তীতে আবার আদালতের রায়ে  তিনি চেয়ারম্যান হিসেবে বহালের রায় পান। রায় নিয়ে আসলে তিনি এই হামলার শিকার হন।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।