রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলায় কতটুকু সফল ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলায় কতটুকু সফল ইউক্রেন
ছবি: সংগৃহীত

দুই সপ্তাহ আগে রাশিয়ার বিরুদ্ধে আলোচিত পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। তবে শক্তিশালী রুশ প্রতিরোধের মুখে সেই আক্রমণে খুব ধীরগতিতে এগোচ্ছে ইউক্রেনের সেনারা। যদিও রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের পাল্টা আক্রমণ পুরোপুরি ব্যর্থ।

এ বিষয়ে তেমন কোনো কথাই বলেনি ইউক্রেনের সেনাবাহিনী। তবে সোমবার বাহিনীটি জানিয়েছে, এ পর্যন্ত আটটি গ্রাম তারা পুনঃরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে।

ইউক্রেনের সহকারী প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, ‌‘এখনো বড় অভিযান শুরু হয়নি। চলমান কার্যক্রমে বেশ কয়েকটি বিষয় দরকার এবং সেনাবাহিনী সেই কাজগুলো পরিপূর্ণ রূপে করার চেষ্টা করছে।’

তার দাবি, ‘শত্রুরা (রাশিয়া) সহজে তাদের অবস্থান ছেড়ে দেবে না। আমরা কঠিন লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করছি। সত্যিকারার্থে এটা বর্তমানে ঘটছে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বলেছেন, পাল্টা আক্রমণে ইউক্রেন কোনো অর্থপূর্ণ সফলতা লাভ করতে পারেনি। তবে রাশিয়ার এক সামরিক ব্লগার বলেছেন, ব্যাপক সৈন্য ও সমরাস্ত্রের ক্ষতির পর ইউক্রেন কিছু অগ্রগতি পেয়েছে। খবর: আল-জাজিরা

-এইচপি