তজুমদ্দিনে পানিতে ডুবে নিথর তিন শিশু
ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাকিম উদ্দিন বাজার এলাকার প্রবাসী মো. হোসেনের ১২ বছর বয়সী মেয়ে মিম আক্তার, ৯ বছর বয়সী মারজিয়া বেগম এবং তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোরশেদের ১০ বছর বয়সী মেয়ে রাফিয়া আক্তার।
জানা গেছে, কয়েকদিন আগে মিম এবং মারজিয়া বোরহানউদ্দিন থেকে সোনাপুর তাদের নানা বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুরে একসঙ্গে মিম, মারজিয়া এবং রাফিয়া পুকুরে গোসল করতে যায়। তবে এর কিছু সময় পরে তারা ঘরে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। এরপর স্বজনরা পুকুরের ঘাটলায় ওই তিন শিশুর জামা-কাপড় দেখতে পান। তখন সন্দেহের বশে স্বজনরা পুকুরে জাল ফেলেন। ওই জালেই একে একে তিন শিশুরই মরদেহ ওঠে আসে। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনসহ এলাকাবাসী। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বইছে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু সত্যিই দুঃখজনক এবং মর্মান্তিক। খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
লালমোহননিউজ/ -এইচপি