সুস্থ্যভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নাই- এম.এ হাসান
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত লালমোহন উপজেলা শাখার যুব ও ক্রীড়া সভাপতি এম.এ হাসান বলেছেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চরভূতা ইউনিয়নের রহিমপুর ১নং ওয়ার্ডের আয়োজনে ফাইনাল খেলার উদ্বোধনকালে ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরো বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাই মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দূরে থেকে সোনার বাংলা বিনির্মানে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার যুব ও ক্রীড়া সেক্রেটারি সোলাইমান জমাদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন পৌরসভার সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকিরসহ এলাকার গন্যমাণ্য বৃক্তিবর্গ।
উল্লেখ্য, ০৯টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে ১নং রহিমপুর বনাম ৪নং চরভূতা ফুটবল একাদশ। খেলাটি প্রথম ৬০ মিনিটে রহিমপুর ০১ চরভূতা ০১ গোলে ড্র হয়। অতিরিক্ত সময়ে রহিমপুরের ১ গোলে বিজয় অর্জন করে। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।