বোরহানউদ্দিনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ছবি: লালমোহন নিউজ

জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): "এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই"  শ্লোগানে ভোলার বোরহানউদ্দিনে প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারী) বিকালে  উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ বোরহানউদ্দিনের আয়োজনে বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে  এ খেলা অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় বালক দল ভৈরবগঞ্জ সরকারি  প্রাথমিক বিদ্যালয় বনাম  ছোটপাতা শামসুদ্দিন তালুকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা হয়। খেলায় ৩-০ গোলে ভৈরবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চাম্পিয়ন হয় ছোটপাতা শামসুদ্দিন তালুকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অপরদিকে বালিকা দল  দেউলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়  উত্তর বড় মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে  ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।  

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  রায়হান-উজ্জামান।

এছাড়াও এ সময় উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সরোয়ার আলম খান, পৌর বিএনপির সম্পাদক মনিরম্নজ্জামান কবির, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান লিটন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার হীরামন বৈদ্য, মনিরম্নল ইসলাম, আবুল বশার  প্রমুখ উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি