দৌলতখানে দুর্ঘটনায় নিহত-২, খবর শুনে মারা যান একজনের স্ত্রীও

দৌলতখানে দুর্ঘটনায় নিহত-২, খবর শুনে মারা যান একজনের স্ত্রীও
প্রতিকী ছবি

ভোলার দৌলতখান উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. নুরে আলম ও আবুল কালাম নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পরে শুক্রবার সন্ধ্যায় নিহতদের মরদেহ যার যার বাড়িতে নিয়ে গেলে আবুল কালামের রক্তাক্ত মরদেহ দেখে তার স্ত্রীও মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে আলম ও আবুল কালামসহ তিনজন মোটরসাইকেলে দৌলতখান উপজেলায় যাচ্ছিলেন। এ সময় নুর মিয়ার হাট সড়কের বেপারি বাড়ির এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই আলম মারা যান। গুরুতর আহত অবস্থায় আবুল কামালকে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

এদিকে, সন্ধ্যার পর নিহতদের মরদেহ যার যার বাড়িতে নিয়ে গেলে আবুল কালামের রক্তাক্ত মরদেহ দেখে তার স্ত্রীও মারা যান।

এ তথ্য নিশ্চিত করে দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এইচপি