লালমোহনে সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জামায়াতে ইসলামীর সভা
সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভোলার লালমোহন উপজেলায় সাধারণ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালতলা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
ফরাজগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার আমির মাওলানা মো. আব্দুল হক।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণের জন্য কাজ করছে। প্রতিটি স্তর থেকে সব ধরনের জুলুম এবং অন্যায় দূর করে আল কোরআন ও আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব এবং ন্যায়ের ভিত্তিতে একটি ইসলামী সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্যে। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা সকল কার্যক্রম পরিচালনা করছি।
ফরাজগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি নাহিদ ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ফরাজগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাকিল হোসাইন পলাশ, বাইতুল মাল সম্পাদক মাওলানা মো. মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা মো. হাসনাইন আল মুসাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি