লালমোহনে ইসলামি ছাত্রশিবির আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির আয়োজিত ৪দিন ব্যাপী শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ফুলবাগিচা ক্রিড়া প্রতিষ্ঠান বনাম বালামচর ক্রিড়া একাদশ অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে বিজয়ী হয় ফুলবাগিচা ক্রিড়া প্রতিষ্ঠান।
পরে বিজয়ী এবং রানার্সআপ দলকে ট্রফি উপহার দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ভোলা জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন। ৪দিন ব্যাপী এই শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামি লালমোহন উপজেলার শুরা সদস্য মাওলানা মো. আজিম উদ্দিন খান, লালমোহন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. ফরিদ উদ্দিন, সেক্রেটারি মো. ইসহাক, উপজেলা দক্ষিণ শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমিন, সেক্রেটারি কাজী সালমান হোছাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি