লালমোহনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

লালমোহনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ভোলার লালমোহন উপজেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মোসা. সুবর্ণা আক্তার নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সুবর্ণাকে মৃত ঘোষণা করেন। ওই শিশু উপজেলার কালমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার মো. শরীফের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শ্রাবন্তী দাস জানান, বুধবার সকালের দিকে ওই শিশুকে নিয়ে জরুরি বিভাগে আসেন তার নানা। শিশু সুবর্ণা কয়েকদিন ধরে জ্বর, সর্দি এবং কাশিতে আক্রান্ত ছিল। সকালে তার শারীরিক অবস্থা খারাপ হলে সুবর্ণাকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে শিশু সুবর্ণার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

এই চিকিৎসক আরো জানান, শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে তাদের দ্রুত সময়ের মধ্যে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। এখানে আনার পর সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুরা সুস্থ্য হয়ে উঠবে বলে আশা করছি। আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকই রোগীদের চিকিৎসাসেবায় সর্বোচ্চ আন্তরিক রয়েছেন।

অপরদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন শিশুসহ মোট ১০ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এদের আন্তরিকতার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছেন সংশ্লিষ্টরা।

লালমোহননিউজ/ -এইচপি