উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে  লালমোহনে পদত্যাগ করলেন দুই ইউপি চেয়ারম্যান

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে  লালমোহনে পদত্যাগ করলেন দুই ইউপি চেয়ারম্যান

মো. জসিম জনি ||
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ভোলার লালমোহনের দুই ইউপি চেয়ারম্যান। বুধবার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম এর কাছে পদত্যাগপত্র জমা দেন কালমা ইউনিয়নের চেয়াম্যান আকতার হোসেন হাওলাদার ও চরভূতা ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব। উপজেলা নির্বাহী অফিসার জানান, দুইজনের পদত্যাগপত্র গৃহিত হয়েছে।  

কালমা ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদারের মেয়াদ এখনো তিন বছর বাকী আছে। চরভূতার আকতারুজ্জামান টিটবের মেয়াদ শেষ হলেও মামলা জটিলতায় ভোট বন্ধ ছিল। উভয়ে তিন মেয়াদে ২০ থেকে ২২ বছর ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়ীত্ব পালন করেন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। 

এপ্রসঙ্গে দুই চেয়ারম্যানই জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এজন্য নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তফসিল অনুযায়ী আগামীকাল ২ মে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ।