সোনার দাম ৩০৪৪ টাকা বেড়ে কমেছে ১৭৭২

সোনার দাম ৩০৪৪ টাকা বেড়ে কমেছে ১৭৭২
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৭৭২ টাকা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা। এর আগে, চলতি মাসেই দুই দফায় ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয় সোনার দাম।

রোববার থেকে সোনার নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৭২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭০৩ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৬২ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ২৩৬ টাকা কমিয়ে ৯৩ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ৯ ডিসেম্বর ও ১১ ডিসেম্বর দুই দফায় দেশের বাজারে ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয় সোনার দাম। ২০২৪ সালে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৫৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৪ বার দাম বাড়ানো এবং ২৫ বার দাম কমানো হয়েছে।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

লালমোহননিউজ/ -এইচপি