বোরহানউদ্দিনে খালে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
জে.এ. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলায় বোরহানউদ্দিন উপজেলায় খাল থেকে হুডি ও প্যান্ট পরা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ডাওরী বাজার ব্রিজের নিচের খাল থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওই খালের মধ্যে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি আশেপাশের লোকজনকে জানালে ওই মরদেহ দেখতে খাল পাড়ে ভিড় করেন স্থানীয় লোকজন। এরপর বোরহানউদ্দিন থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে খাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি মো. ছিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে একটি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করছি। উদ্ধার করা ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত এবং কিভাবে মরদেহটি খালে ভেসে এসেছে তা জানার চেষ্টা চলছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
লালমোহননিউজ/ -এইচপি