যাচ্ছিলেন স্বজনের জানাযায়, পথেই জামাই-শ্বশুরের মর্মান্তিক মৃত্যু
বোরহানউদ্দিনে

জে.এম.মমিন, বোরহানউদ্দিন থেকে: ভোলায় আত্মীয়ের জানাযায় যাওয়ার সময় বাস চাপায় মোটরসাইকেল আরোহী জামাই-শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার বৈদ্যের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মনির শরীফ (৪৫) ও মো. আজগর আলী (২৫)। এরা দুইজন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ও ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ব্যাপারে কাচিয়া ইউপি চেয়ারম্যান আবদুর রব কাজী জানান, সকালের দিকে মনির শরীফ তার ছোট জামাই আজগরকে নিয়ে মোটরসাইকেল যোগে বড় জামাইয়ের দাদির জনাযায় অংশগ্রহণ করতে রওয়ানা দেন। এসময় তারা বৈদ্যের পোল এলাকায় পৌঁছালে ভোলা থেকে চরফ্যাশনগামী মা-জাহান সাজমী সুপার নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ থানায় নিয়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মো. রেজাউল করিম রাজিব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয় বাসটি। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
লালমোহননিউজ/ -এইচপি