সবাই মিলে সুন্দর একটি উপজেলা গড়বো: লালমোহনের ইউএনও
সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি উপজেলা গড়া হবে, এজন্য সবাই উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন ভোলার লালমোহন উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
বুধবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এছাড়াও এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মাদক, বাল্যবিবাহ, খাল দখল রোধ ও শিক্ষার মানোন্নয়নে করণীয় নানা ধরনের বিষয় নিয়েও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও মো. শাহ আজিজ।
অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক মো. সোহেল আজিজ শাহীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমজাদ হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি