লালমোহন বাজারে অগ্নিকান্ডে ৬ দোকান ভস্মিভূত 

লালমোহন বাজারে অগ্নিকান্ডে ৬ দোকান ভস্মিভূত 

লালমোহন নিউজ।।
ভোলার লালমোহন পৌরসভার হাইস্কুল সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে অগ্নিকান্ডের এই ঘটনায় ২ট দোকান সম্পূর্ণ এবং আরো ৪টি দোকান আংশিকভাবে পুড়ে গেছে। ভোর ৪টার দিকে আগুন লাগার পর লালমোহন ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, প্রথমে হাই স্কুল সুপার মার্কেটের পলি সু হাউজে আগুনের ধোয়া দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে পাশ্ববর্তী দোকানেও আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পলি সু-গ্যালারী ও রাইট চয়েজ নামের দুটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। পলি সু-গ্যালারীর প্রায় ৩০ লক্ষ টাকার জুতা পুড়ে যাওয়ার ঘটনায় সর্ব শান্ত হয়ে যায় দোকান মালিক রায়হান রাব্বী। এছাড়া রাইট চয়েজের ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

অন্যান্য ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে নাফি ফ্যাশন পয়েন্টের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।  এছাড়া ফ্যাশন গ্যালারি, রাফিয়া ফ্যাশন ও রূপ মহল, ওয়ান ফ্যাশন, হাদিস বস্ত্রালয় ও ইভা ফ্যাশনসহ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা ধরা হয়েছে।

লালমোহন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহবার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এদিকে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাটোয়ারী, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, হাই স্কুল সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম হাওলাদা। অন্যদিকে আরো সমবেদনা জানিয়েছেন ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর লালমোহন উপজেলা সভাপতি মো. এম.এ হাসান এবং সাধারণ সম্পাদক সোলাইমান জমাদার।