লালমোহনে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ভোলার লালমোহন উপজেলায় সাপের কামড়ে রিজিয়া বেগম নামে ৫৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গৃহবধূ রিজিয়া বেগম উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রায়চাঁদ এলাকার আব্দুর রশিদের স্ত্রী।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিজের বসতঘরের রান্নার চুলার পাশ থেকে লাকড়ি সরাতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ রিজিয়া বেগমকে কামড় দেয়।
এরপর প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নেওয়া হলে ওই গৃহবধূর অবস্থা আরো খারাপ হতে থাকে। যার জন্য তাকে রাতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে গৃহবধূ রিজিয়া বেগম মারা যান।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।
লালমোহননিউজ/ -এইচপি