বোরহানউদ্দিনে বসতঘরে ডাকাতি, ২২ ভরি স্বর্ণসহ ৪ লক্ষ টাকা লুট

জে.এম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে বসত ঘরের গ্রিল কেটে ২২ ভরি স্বর্ণ সহ নগদ ৪ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাতে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেরামতগঞ্জ বাজারসংলগ্ন শানু মিয়া বাড়ির শিপনের বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় গৃহকর্তা নুরে আলম শিপনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে ডাকাত দল। লুটে নেয় ২২ ভরি স্বর্ণসহ ৪ লক্ষাধিক টাকা। আহত শিপন বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শিপন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
আহত শিপন জানান, রাত আনুমানিক ২ টায় একদল ডাকাত তার বসতঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবশ করে। ঘরে ঢুকে তারাঁ শিপনের মুখে টসলাইটের আলো ফেলেন। তাদের মুখে গামছা প্যাঁচানো ছিল। এ দৃশ্যে চমকিয়ে ওঠেন তিনি। কোন কিছু বুঝে ওঠার আগে ৮ থেকে ১০ জনের ডাকাত দল তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ডাকাতদল ঘরে থাকা নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা ও ২২ ভড়ি স্বর্ণসহ ৩ টি স্মার্ট মোবাইল ফোন ও বাসার বিভিন্ন মালামাল নিয়ে যায়। সৃষ্ট ঘটনা স্থানীয় থানায় ডাকাতি মামলা করেন শিপন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো, মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৮-১০ জনের একটি ডাকাত দল গভীর রাতে ঘরের গ্রীল কেটে এ ঘটনা ঘটান। এতে মামলা হয়েছে। তদন্ত চলমান।
রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাত নামা আসামি করে ডাকাতি মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহননিউজ/ -এইচপি