ভোলায় ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে করণীয়’ শীর্ষক আলোচনা
বিশেষ প্রতিবেদক, লালমোহন নিউজ: ভোলায় ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোলা সরকারি কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় অন্তত তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
এ সময় বক্তারা বলেন, তরুণরা নতুন বাংলাদেশ গড়বে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন এই তরুণরাই। এছাড়া আগামীর বাংলাদেশে সকলের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ যাবতীয় মৌলিক ও মানবিক অধিকারগুলো নিশ্চিত করতে তরুণদের এগিয়ে আসতে হবে।
বক্তারা আরো বলেন, তারুণ্যের চিন্তাভাবনাই তৈরি করতে পারে ভবিষ্যত বাংলাদেশের রূপরেখা। সুশাসন, মানসম্মত শিক্ষা, ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং বাকস্বাধীনতা নিশ্চিত করার প্রত্যাশা আছে তরুণদের মাঝে। রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে তরুণদের চিন্তা-চেতনার সমন্বয় সাধন ও তার প্রকাশ ঘটাতে হবে কাজ বাস্তবায়নের মাধ্যমে।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত ফেরদৌস, ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. মিজানুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি