এক দফা দাবিতে তজুমদ্দিনে শিক্ষকদের মানববন্ধন
এম. নয়ন, প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা): ভোলার তজুমদ্দিন উপজেলায় ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও প্রদান করেন তারা।
তজুমদ্দিন উপজেলা ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের বিভিন্ন মেয়াদে বৈষম্য নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সুফল পাওয়া যায়নি। প্রায় ১০ বছর আগে ২০১৫ সালে সর্বশেষ জাতীয় পে-স্কেল ঘোষণা করে ২০টি গ্রেডে বেতন নির্ধারিত হয়েছিল। সেখানেও প্রাথমিক শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হন।
ওই সময় ২০ থেকে ১১তম গ্রেড পর্যন্ত বেতনের গ্রেড ব্যবধান নির্ধারিত হয়েছিল ৮শত টাকা। অথচ দশম গ্রেড থেকে ব্যবধান রাখা হয়েছে সর্বোচ্চ ১২ হাজার টাকা। যার ফলে ১৩তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের জীবনমানের কোনো উন্নয়ন ঘটেনি। এজন্য প্রাথমিক শিক্ষকদের জীবনমানের উন্নয়ন ও মানসম্মত শিক্ষার জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবি জানাচ্ছি।
লালমোহননিউজ/ -এইচপি