লালমোহনে জামায়াতের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

লালমোহন নিউজ ।।
ভোলা জেলার লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলা অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব এ কে এম ফকরুদ্দিন খান রাজী। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ভোট কেন্দ্রভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে হবে। সৎ, যোগ্য ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমেই দেশের সংকট কাটিয়ে ওঠা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর জনাব মাস্টার মোঃ জাকির হোসাইন বলেন, “ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন দলকে আরও সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের আস্থা অর্জন করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা-৩ (লালমোহন- তজুমুদ্দিন) সমর্থিত এমপি প্রার্থী নিজামুল হক নাইম বলেন, “লালমোহনের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও স্বচ্ছ প্রশাসন চায়। আমরা এমন একটি নির্বাচনী পরিবেশ গড়তে চাই যেখানে ভোট কেন্দ্র হবে নিরাপদ, ফলাফল হবে বিশ্বাসযোগ্য এবং জনগণের রায় হবে সর্বোচ্চ।” তিনি আরও বলেন, “যুবসমাজ, নারী ও প্রথমবারের ভোটারদের সচেতন করা এবং ভোটের দিন কেন্দ্রে পর্যাপ্ত তথ্য-সহায়তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”
এছাড়াও জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, জেলা সহ-সেক্রেটারি মাওলানা আকতার উল্যাহ এবং উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন সময়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা সেক্রটারী অধ্যাপক মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল হক। তিনি সমাপনী বক্তব্যে বলেন, “একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিটি প্রতিনিধিকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।