লালমোহনে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

লালমোহনে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
প্রতিকী ছবি

ভোলার লালমোহন উপজেলায় প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে নেয়ায় মোসা. নুপুর বেগম নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

রোববার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকায় নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। নুপুর একই এলাকার মো. সেলিম হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রেমের সম্পর্কের জেরে একই মাদরাসার সহপাঠী এবং প্রেমিক মো. রাসেলের সঙ্গে ঢাকায় পালিয়ে যায় নুপুর বেগম। পরে তার বাবা এবং আত্মীয়-স্বজনরা মিলে রোববার ভোরে সেখান থেকে তাকে বাড়িতে ফিরিয়ে নেন। এরপর সকালের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় নুপুর।

কিছু সময় পর ঘরে ঢুকে তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন তার মা। তার চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে গিয়ে সেখান থেকে নুপুরকে নামিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে রওয়ানা দেন। তবে পথিমধ্যেই মারা যায় নুপুর বেগম।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওই টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি