লালমোহনে ইয়াবা বিক্রি করতে গিয়ে যুবক আটক
ভোলার লালমোহন উপজেলায় ইয়াবা বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন মো. আল-আমিন নামে ২৮ বছর বয়সী এক মাদক বিক্রেতা। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত আল-আমিন লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জামালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই শেখ তৌফিক ফেরদৌস শোভন জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেঙুটিয়া এলাকায় ইয়াবা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানের সময় আল-আমিনকে আটক করা হয়। এরপর তার শরীর তল্লাশী চালিয়ে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই।
পুলিশের এই এসআই আরো জানান, আটকের পর তাকে থানা নেয়া হয়। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার বিকেলে আটককৃত আল-আমিনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লালমোহননিউজ/ -এইচপি