উপদেষ্টা পরিষদ নির্বাচন পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে : মেজর হাফিজ উদ্দিন আহমেদ

উপদেষ্টা পরিষদ নির্বাচন পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে : মেজর হাফিজ উদ্দিন আহমেদ
লালমোহনে শনিবার বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

মো. জসিম জনি ।।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, অনেক ত্যাগের ফলে অন্তর্বর্তীকালিন সরকার এসেছে। আমরা বিএনপিসহ সব রাজনৈতিক দল তাদের সমর্থন দিয়েছি। কিন্তু আমরা অন্তর্বর্তীকালিন সরকারের কাছে যা আশা করেছি তা পাইনি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। কিন্তু বর্তমান উপদেষ্টা পরিষদ নির্বাচন পিছানোর চেষ্টা করছে। তাদের গোপন ইচ্ছা আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
তিনি আরো বলেন, বর্তমানে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই বিএনপি ভোট চায়। যারা বাংলাদেশকে দেখে নাই, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানেনা তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তার একটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। যার অর্থ হলো আনুপাতিক হারে ভোট হবে। যারা ভোটার এবং যাকে ভোট দেবে তারা প্রার্থীর চেহারা দেখতে পাবেন না। অধিকাংশ রাজনৈতিক দল যারা ভোট পাবেনা তারা বলেছে আমাদের দল ভোট করে দেবে। সেখানে দলের ওপরে ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তিকে ভোট দিতে হবেনা। এটাই হলো পিআরআর। কিন্তু বিএনপি চায় ব্যক্তিকে বিবেচনা করে ভোট দেবে। একজন মানুষের গুনাগুন বিচার করে, অতীতে তিনি জনগণকে কী ধরনের সার্ভিস দিয়েছেন, কোনো ভালো কাজ করেছেন কী-না সেটা দেখে শুনে জনগণ ভোট দেবে। এটা বিএনপির দাবি। 
মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) আরো বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন নিতে হবে। সর্ব্বোচ ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দেন। জনগণ যাকে ভোট দিবে সে-ই ক্ষমতা আসবে। আমরা মেনে নেবো। এসময় তিনি আরো বলেন শেখ হাসিনা গণতন্ত্রের পথ অনুসরণ করেনি। করেছে স্বৈরতন্ত্রের পথ। তাই শেখ হাসিনা নির্বাচনের নামে প্রহসন করেছেন। বতর্মানেও বাংলাদেশের অর্থনীতি নিচের দিকে যাচ্ছে। জুলাই-আগষ্টে আহতদের চিকিৎসা পর্যন্ত দিতে পারেনা সরকার। 
লালমোহন উপজেলার বিএনপির আহবায়ক তাহারাত হাফিজ অর্ক’র সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান। ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলার সমন্বয়ক আবু নাছের রহমত উল্যাহ। এসময় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির  আহবায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ন আহবায়ক শফিউল রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে কাউন্সিলরদের সম্মতিতে প্রস্তাব ও সমর্থনের মধ্যদিয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল এবং পৌরসভা বিএনপির সভাপতি নির্বাচিত হন সাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী।