দেশের গত সতের বছরের ইতিহাস ভয়াবহ ইতিহাস- মেজর (অবঃ) হাফিজ

দেশের গত সতের বছরের ইতিহাস ভয়াবহ ইতিহাস- মেজর (অবঃ) হাফিজ

লালমোহন নিউজ ।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গত সতের বছরের ইতিহাস ভয়াবহ ইতিহাস। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যেভাবে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে- পৃথিবীর ইতিহাসে এই নিষ্ঠুরতার কোন তুলনা নেই। হাজার হাজার মানুষকে হত্যা করেছে তারা। কেবলমাত্র গতবছরের জুলাই এবং আগস্ট মাসে শেখ হাসিনার নির্দেশে ১৪ শত লোককে গুলি করে হত্যা করা হয়েছে। ত্রিশ হাজারের মতো ছাত্র-যুবক ও রাজনৈতিক কর্মীরা আহত হয়েছে। এরা জীবননাশ হয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যে। তার দুঃশাসন এতোই চরমে পৌছে গিয়েছেলো যে, সাধারণ মানুষ, ছাত্র, ছাত্রদের অভিভাবক সবাই মিলে আন্দোলন করে এক গণঅভ্যুত্থানে সূচনা করে তাদের পতন ঘটিয়েছে। আজকে এই অত্যাচারী আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। মঙ্গলবার দুপুরে লালমোহনের মঙ্গলসিকদার বাজারে হরিসাধুর মন্দিরের ভবনের নির্মাণ কাজ উদ্বোধনের পর হিন্দু সমাজের সাথে এক মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   
মেজর হাফিজ এসময় আরো বলেন, গত ৩টি নির্বাচনে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছিলো। যারা ভোটার ছিলেন, ভোট দিতে পারেনি। অনেক তরুণেরা ভোটার হয়েছে, ভোট দেওয়ার সুযোগ তারা পায়নি। আওয়ামী লীগের গুন্ডাবাহিনী নির্বাচনের আগের রাতেই সীল মেরে অবৈধভাবে তারা তাদের বাক্স ভরলো। তিনি বলেন, আট বছর পর আমি এলাকায় আসি। আমি কোন বহিরাগত না। আমার জন্ম এই লালমোহনেই। আমার পিতা ৩বার এমপি ছিলেন পাকিস্তানি আমলে। আমাকে কিভাবে বাধা দেওয়া হয়েছিলো সবাই দেখেছে। আমার বাসা পুলিশ দিয়ে ঘিরে রেখেছিলো। আওয়ামী লীগের সন্ত্রাসীরাসহ ঘিরে রাখে। ১৫ দিন আমি বের হতে পারিনি। নির্বাচনের দিন আমাকে একটা মিথ্যা মামলা দেওয়া হয়। অনেক স্বপ্ন ছিলো বাংলাদেশকে ঘিরে। একটা সুন্দর রাস্ট্র চাই যেখানে প্রত্যেক মানুষের মর্যাদা থাকবে। আমি কোন দুর্নীতির সাথে জড়িত ছিলাম না। মেধা দেখে চাকরী দিয়েছি, কে কোন দল করতো তা দেখিনি। রংপুর বিশ্যবদ্যিালয়ের ছাত্র আবু সাঈদ কিভাবে হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে সে দাঁড়িয়েছে। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার কারণে শেখ হাসিনাকে প্রাণদন্ড দেওয়া হয়েছে। স্বরাস্ট্রমন্ত্রীকে প্রাণদন্ড দেওয়া হয়েছে। এ রায় কার্যকর করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে।
মঙ্গলসিকদার হরিসাধুর মন্দির কমিটির সভাপতি পবন কান্তি শীল এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিার সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, লালমোহন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরব কুমার দে, ধলীগৌরনগর (পূর্ব) ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ মেম্বার, পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসু, যুবদল সভাপতি আজাদ হোসেন সোহাগ প্রমূখ। 
তিনি বলেন, বিদেশে আমাদের কর্মরত শ্রমিকরা যে টাকা পাঠায়, এই টাকা লোপাট করে তারা আবার বিদেশে পাঠিয়ে দিয়েছে। আওয়ামী লীগের নেতারা, হাসিনা, তার বোন রেহানা এবং অন্যান্য মন্ত্রীরা এদের হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে। বাংলাদেশে কোন কলকারখানা করে নাই। বাংলাদেশের মানুষের কোন সাধারণ মানুষকে তারা সাহায্য করে নাই। এরা হলো লুটেরা পার্টি, এরা জন্ম নিয়েছে লটুপাটের জন্য। একটা মন্ত্রী আছে তাদের ভূমি প্রতিমন্ত্রী জাবেদ। তার লন্ডন শহরে, ডুবাইতে আমেরিকাতে ৩৬০টি বাড়ি আছে। হাসিনা, রেহনা এদের সম্পত্তি ছিলে লন্ডনে  ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছে।