লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু  

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু  
মৃত শিশুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ।

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মোসা. তাফিয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু তাফিয়া ওই এলাকার মো. শাহিনের কন্যা।

জানা যায়, শনিবার বিকালে শিশু তাফিয়াকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে তাফিয়াকে ভাসতে দেখেন তার দাদি। এ সময় তিনি চিৎকার দিলে অন্যরা ছুটে এসে পুকুর থেকে ওই শিশুকে উদ্ধার করেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে শিশু তাফিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। তবে কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।