লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. হাবিবা আক্তার নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু হাবিবা ওই এলাকার মো. ওয়াসিমের মেয়ে।

জানা গেছে, দুপুরের দিকে সকলের অগোচরে বসতঘর সংলগ্ন পুকুরে গোসল করতে যায় শিশু হাবিবা। তবে সাঁতার না জানায় পুকুরে ডুবে যায় সে। এর কিছু সময় পর শিশু হাবিবাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্দেহের বশে পুকুরে জাল ফেলা হয়। ওই জালে উঠে আসে শিশু হাবিবার দেহ। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু হাবিবার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি