বোরহানউদ্দিনে জেলেদের মাঝে জাল ও বাছুর বিতরণ

বোরহানউদ্দিনে জেলেদের মাঝে জাল ও বাছুর বিতরণ
ছবি: লালমোহন নিউজ

জেএম.মমিন, বোরহানউদ্দিন থেকে: ভোলার বোরহানউদ্দিনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর ও জাল বিতরণ করা হয়েছে ৷

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরের নিবন্ধিত সুফলভোগী ৯৫ জেলের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয় ৷

এদের মধ্যে ১৭ জেলের মাঝে গরুর বকনা বাছুর ও ৭৮ জেলের মাঝে ২৬( সেট) জাল বিতরণ করা ৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও পৌর মেয়র রফিকুল ইসলাম বক্তব্য রাখেন৷

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্ধ উপস্থিত ছিলেন।

-এইচপি