এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের ওরিয়েন্টেশন সম্পন্ন
লালমোহন নিউজ|| সেবা ও দক্ষতার সমন্বিত প্রয়াসে প্রতিষ্ঠিত এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের নতুন নিয়োগপ্রাপ্ত জনবলের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকাল ৮.০০ টায় লালমোহনের ব্রাইট টাওয়ার নিজস্ব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮টা ৩০ মিনিটে দারসুল কুরআনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক মো. আবুল হাসান।
দিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রশিক্ষকবৃন্দ হসপিটালের মার্কেটিং স্টাফদের করণীয় ও দায়িত্ববোধ, রোগীসেবা এবং প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা বৃদ্ধির নানা দিক নিয়ে দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসটিএস ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে জনগণের কাছে সুলভ মূল্যে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।
চেয়ারম্যানের অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।