লালমোহনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের শুভেচ্ছা
দেশপ্রেম ও সুশিক্ষিত তরুণ প্রজন্ম গঠনে একসাথে কাজ করার আহবান
লালমোহন নিউজ || বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বিভাগের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সভাপতি মোঃ আবুল হাসান বলেন, “যুবসমাজই একটি জাতির শক্তি ও সম্ভাবনার প্রতীক। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও তারা যেন সত্য, ন্যায় ও দেশপ্রেমের পথে থেকে জনগণের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখে এই কামনা করছি।”
বার্তায় আরও বলা হয়, “আসুন, আমরা দল-মত নির্বিশেষে নৈতিকতা, দেশপ্রেম ও সুশিক্ষিত তরুণ প্রজন্ম গঠনে একসাথে কাজ করি।”
উল্লেখ্য, ১৯৭৭ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি দেশের তরুণ প্রজন্মের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।