বোরহানউদ্দিনে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন  

বোরহানউদ্দিনে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন  
ছবি: লালমোহন নিউজ
জে.এম.মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক এই সংগঠনের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়’।
সোমবার সকালে বাজুস বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে পৌর বাজারে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি    বাজারের  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বোরহানউদ্দিন শাখার সভাপতি  বিল্টূ চন্দ্রদের সভাপতিত্ব স্থানীয় বাজারের একটি চায়নিজ রেস্টুরেন্ট আলোচনা  সভা অনুষ্ঠিত  হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মনির হোসেন মিয়া ৷ এছাড়া উপজেলা বাজুসের সাধারন সম্পাদক মোহাম্মদ নুর ই আলম, উপদেষ্টা পরিষদের সদস্য  লিটন চন্দ্র দে,  কুঞ্জের হাট  শাখার সভাপতি  মো: কামাল হোসেন, বোরহানগঞ্জের  সম্পাদক  অনল  চন্দ্র দাস,মজমের হাট বাজারের  সভাপতি রিপন চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন । পরে  প্রধান অতিথি ও সদস্যরা প্রতিষ্ঠবিার্ষিকীর কেক কাটেন।
লালমোহননিউজ/ -এইচপি