লালমোহনে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
ভোলার লালমোহনে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার লালমোহন ইউনিয়নের মিয়ারহাট বাজার থেকে মো. দিদারুল ইসলাম নামে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে এএসআই আল-আমিন সঙ্গীয় ফোর্স।
সাজাপ্রাপ্ত ওই আসামি চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী ঠাকুর বাড়ির আব্দুল মালেকের ছেলে। গ্রেফতারকৃত দিদারের বিরুদ্ধে ২০১৯ সালে ভোলা কোর্টে পারিবারিক আইনে মামলা দায়ের করেন তার স্ত্রী। ওই মামলায় দুই বছরের সাজা ঘোষণা করেন আদালতের বিচারক।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার থেকে মো. মহসিন নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছেন এসআই শক্তিপদ মৃধা সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত মহসিন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিম রাঢ়ির ছেলে। ২০২০ সালে যৌতুক আইনে তার বিরুদ্ধে কোর্টে মামলা করেন স্ত্রী। ওই মামলায় মহসিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন আদালতের বিচারক।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই দুই আসামিকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে। এ অভিযান চলমান থাকবে।
লালমোহননিউজ/ -এইচপি