বোরহানউদ্দিনে মৃত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারকে অনুদান

বোরহানউদ্দিনে মৃত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারকে অনুদান
বোরহানউদ্দিনে শিক্ষক পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। ছবি: লালমোহন নিউজ

নীল রতন দে, বিশেষ প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মৃত এবং অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষক পরিবারের মাঝে বিশেষ অনুদানের চেক প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ১৬টি পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন।

এ সময় তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে শিক্ষকদের যুক্তিসংগত দাবি মেনে নেয়া হবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। আগামীর বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বশির আহাম্মদের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগীরাসহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমোহননিউজ/ -এইচপি