বোরহানউদ্দিনে ডিসির মতবিনিময়
 
                                    জে.এম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ভোলা জেলার ডিসির (জেলা প্রশাসক) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও) রায়হান-উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জাম। আরো বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, সহকারী কমিশনার (ভূমি )নাজমুল হাসান, উপজেলা আ‘লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাফরুজা ইয়াসমিন, ব্যবসায়ী সমিতির সভাপতি কায়কোবাদ মিয়া, স্থানীয় ইত্তেফাক প্রতিনিধি মো. মনিরুজ্জামান প্রমূখ।
সভায় বক্তারা উপজেলার উন্নয়ন মূলক কর্মকান্ড ও সমস্যা সমাধান বিষয়ক দিক সমূহ বক্তারা তুলে ধরেন। এ সময় উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/ -এইচপি
 
                         লালমোহননিউজ ডেস্ক
                                    লালমোহননিউজ ডেস্ক                                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
            