বোরহানউদ্দিনে ৩ কিলোমিটার খাল পরিস্কার
জে.এম. মমিন, প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা): ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে জলাবদ্ধতা নিরসন ও পূর্বের ন্যায় প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে শাহবাজপুর খালের প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে পরিস্কার করা হয়েছে ৷
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকায় শাহবাজপুর খালে পরিস্কার পরিচ্ছনতা অভিযানের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান ৷ ব্রাক ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগীতায় সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা অংশ গ্রহণ করেন ৷
এসময় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, এলজিইডি কর্মকর্তা মাইদুল ইসলাম, বিডি ক্লিনের সমন্বয়ক বিশ্বজিৎ দে প্রমুখ উপস্থিত ছিলেন ৷
উল্লেখ্য, বোরহানউদ্দিনের ঐতিহ্যবাহী শাহবাজপুর খালটি দীর্ঘ অনেক বছর ধরে কচুরী পানা ও ময়লা আবর্জনায় ভরা থাকায় প্রবাহ হারিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় ৷ এতে নৌকা চলাচল বন্ধ ও স্থানীয় কৃষকরা ক্ষতির সম্মুখিন হন ৷ খালটি পরিস্কারের মাধ্যমে পুরনো রূপ ফিরে পাবে ও সাধারণ মানুষরা উপকৃত হবে ৷
লালমোহননিউজ/ -এইচপি