বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লালমোহনে ৩ দিনের কর্মসূচি শেষে র‌্যালি ও আলোচনা সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লালমোহনে ৩ দিনের কর্মসূচি শেষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহন নিউজ ।।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোলার লালমোহনে ৩ দিনের কর্মসূচির সমাপনিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় লালমোহন উপজেলা বিএনপি কার্যালয় থেকে র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজীজ শাহিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির প্রমূখ।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, যখন এই দেশে গণতন্ত্রের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিলো, তখন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের লক্ষ্যে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে গণতন্ত্র ফিরিয়ে আনেন। জিয়ার প্রবর্তিত গণতন্ত্রকে এরশাদ ও আওয়ামী স্বৈরস্বাসক গলা টিপে হত্যা করেছিলো। এরপরও বিএনপি এদেশের মানুষের সমর্থন নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি আবারো রাস্ট্রক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লালমোহনে ৩দিনের কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান, খালে মাছের পোনা অবমুক্ত ও প্রীতি ফুটবল ম্যাচ শেষে বুধবার সর্বশেষ কর্মসূচি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অ্গং সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।