ভায়রার সঙ্গে দেখা করতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ

ভায়রার সঙ্গে দেখা করতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ
ছবি: সংগৃহীত

জে.এম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মো. ইব্রাহিম নামে ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জেরহাট সংলগ্ন লেবুকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার রফিজল ফরাজীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, ইব্রাহিম তার বড় ভায়রার সঙ্গে দেখার করার জন্য কুঞ্জেরহাট বাজারের উদ্দেশ্যে বের হয়ে ঘটনা স্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এতে তিনি মারাত্মক আহন হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। ওই যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে মারা যান তিনি।

বোরহানদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমোহননিউজ/ -এইচপি